স্টাফ রিপোর্টারঃ গতকাল ২২ নভেম্বর ২০২১খ্রিঃ রোজ সোমবার দুপুরে চুনারুঘাট উপজেলার নতুনব্রীজ ও দূর্গাপুর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজা অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে মোট ৩৯,০০০/- (উনচল্লিশ হাজার টাকা) জরিমানা করা হয়। অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানে নতুন ব্রীজ এলকার বকুলফুল ফুড এন্ড সুইট কে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা, অনেকদিনের পুরোনো তৈল ব্যবহার, অনুমোদনবিহীন রং ব্যবহার, মুল্যতালিকা না থাকা সহ বিভিন্ন অপরাধে ২৫,০০০/- ও দূর্গাপুর বাজারের বিসমিল্লাহ সুইট এন্ড বেকারীকে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুুত, অনুমোদনবিহীন রং ব্যবহার, পন্যর গায়ে মেয়াদ মুল্য না থাকার কারনে ১৪,০০০/- জরিমানা করা হয় অভিযানে সহায়তা করেনে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply