স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের ভিতরে সরকারি পুকুর পাড় দখল করে অবৈধ ভাবে চারপাশের অবৈধ স্থাপনা ভাঙ্গা শুরু করেছে প্রশাসন। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। পুকুর সংস্কার, অবৈধ দখল মুক্ত করে এখানে একটি বিনোদনের জন্য পার্ক নির্মান করার উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভুমি) মহিউদ্দিন আহামেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা যায়, একসময় মাধবপুর বাজারের এই পুকুরটি দৃষ্টিনন্দন ছিল। পুকুরে গোসল করতেন বাজারের বাসিন্দারা। কয়েক যুগ ধরে ময়লা, আবর্জনা ও কচুরিপানায় দিয়ে পুকুরটি এখন পরিত্যক্ত। এই সুযোগে পুকুর পাড়ে অবৈধভাবে দখল হয়ে গেছে বেশ কিছু জায়গা। অনেকই পুকুরপাড় দখলে নিয়ে গড়ে তুলেছেন ইমারত। উপজেলা নিবার্হী কর্মকর্তা মঈনুল ইসলাম মঈন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। দখলমুক্ত করে পুকুরটি সংস্কার করে এখানে একটি দৃষ্টিনন্দন পার্ক করার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
Leave a Reply