স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান সোমবার বিকেলে হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগার পরিদর্শন করেন। এ সময় তিনি পাঠাগারের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।তিনি পাঠাগারে বঙ্গবন্ধু কর্ণার এর জন্য নির্ধারিত স্থান দেখেন এবং কর্নারটি যাতে সুন্দর ও অত্যাধুনিক হয় সে ব্যাপারে পরামর্শ দেন। জেলা প্রশাসক পাঠাগারের সংস্কার কাজের খুটিনাটি বিষয়ে খোঁজ খবর নেন। তিনি বলেন হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগারটি একটি জ্ঞানের ভান্ডার এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বাহক। এখানে অনেক মূল্যবান গ্রন্থ রয়েছে। তিনি এর উন্নয়নে সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) বিজেন ব্যানার্জী,জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুলুল্লাহ, পাঠাগারের অবৈতনিক সচিব এডভোকেট রুহুল হাসান শরীফসহ অন্যন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply