হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, জেলা রোভার স্কাউট কমিশনার অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, জেলা রোভার স্কাউট লিডার ফখরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল কাইয়ুম। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কাউট লিডার আবু সাঈদ কাসেম, মোঃ জাহাঙ্গীর আলম, ডা. আশরাফ সিদ্দিকী হৃদয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট’স স্কাউট ইশরাত জাহান। এছাড়াও অতিথি বৃন্দকে স্কার্ফ ও গ্রুপের স্মারক ম্যাগাজিন প্রদান করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান বক্তৃতাদান কালে বলেন ৭ মার্চ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিনে হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তিনি স্কাউটদের উদ্দেশ্যে বলেন সুস্থ সুন্দর সমাজ গঠনে স্কাউটদের ভূমিকা অপরিসীম। তিনি স্কাউটদের পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে সুনাগরিক হওয়ার আহ্বান জানান। পরে তিনি ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। বিজ্ঞপ্তি।
Leave a Reply