চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থেকে ৫ কেজি গাজাঁসহ মো. রাসেল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি চুনারুঘাটের শিরিকান্দি এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে। গতকাল বুধবার বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২ মার্চ) ১২ টা ১০ মিনিটে হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
Leave a Reply