নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় থানা প্রাঙ্গনে সেনাবাহিনীর সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ কিলোমিটার ম্যারাথন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, থানার ওসি অজয় চন্দ্র দেব, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু সিরাজ মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। ম্যারাথনে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। ম্যারাথনে অংশগ্রহণকারীরা থানা প্রাঙ্গন থেকে পুরানবাজার ঘুরে পুনরায় থানা প্রাঙ্গনে মোট সাড়ে ৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেন।
Leave a Reply