স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী আচরণ বিধি না মেনে ফেসবুকে প্রচার মিছিলের লাইভ ও রঙিন পোষ্টার বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করার দায়ে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী এনামুল হক সেলিম ও সতন্ত্র মেয়র প্রার্থী মিজানুর রহমানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার রাতে সহকারী কমিশনার (গোপনীয় শাখা) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এ জরিমানা করেন। জানা যায়, দুই মেয়র প্রার্থীর কর্মী সমর্থকরাই প্রচারণার সময় ফেসবুকে লাইভ প্রচারসহ অনলাইন ও সংবাদপত্রে রঙিন পোষ্টার দিয়ে প্রচার করছেন। এ কারণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক সেলিমকে ১০ হাজার টাকা ও সতন্ত্র মেয়র প্রার্থী মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply