স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের একদিনের বেতনের চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শহীদ মিনার নির্মাণের জন্য জেলার কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ সংক্রান্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া হাতে জেলা প্রশাসকের সকল কর্মকর্তার ১ দিনের বেতনের চেক তুলে দিয়েছেন। এ ব্যাপরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ২০২০ সালে ফ্রেুয়ারি মাসে কথা দিয়ে ছিলেন হবিগঞ্জে এখনও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হয়নি তাই আমরা চাই মুজিব বর্ষেই হবিগঞ্জে শহীদ মিনার নির্মাণ হবে। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে আমরা জেলা প্রশানের সকল কর্মকর্তারা একদিনের বেতন প্রদান করব। এসময় সাংস্কৃতিক মন্ত্রণালয়, হবিগঞ্জ পৌরসভাসহ স্থানীয় সংসদ সদস্য শহীদ মিনার নির্মাণে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করে ছিলেন। ২০২১ সালের ১৭ই মার্চের আগেই নির্মাণ কাজ শুরু কথা ছিল কিন্তু জয়গার অভাবে নির্মান কাজ শুরু করা সম্ভব হয়নি। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের এক দিনের বেতনের চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেষ প্রদান করেন তিনি।
Leave a Reply