নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার অভয়নগর থেকে এস আই শামছুল ইসলামের বাসার গেইটের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি করে একদল চোর চক্র।গতকাল গত মঙ্গলবার গভীর রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় এস আই আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো,দৌলতপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র সিনবাদ মিয়া (৩১),ও রুস্তমপুর গ্রামের জমশেদ মিয়ার পুত্র কামরুল মিয়া (২৫),রাজাবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ শাকিল মিয়া(২৪),বানিয়াচং উপজেলার টিটু মিয়া।পুলিশ সূত্র জানাযায়,গ্রেফতারকৃত আসামীদের মধ্যে জিজ্ঞাসা বাদ করার সময় সিনবাদ মিয়া চুরির বিষয়টি স্বীকার করে বলেন,মোটরসাইকেল আমার সহকর্মী বানিয়াচুংয়ের টিটুর কাছে মোটরসাইকেল টি রয়েছে।আরো জানাযায়,টিটু অন্য ১ টি মোটরসাইকেল মামলায় গ্রেফতার হয় বানিয়াচুং থানা পুলিশের হাতে। এ ব্যাপারে এস আই শামছুল ইসলাম জনান,আমার বাসার গেইটের তালা ভেঙ্গে আমার মোটরসাইকেল চুরি করা হয়।বিভিন্ন জায়গায় খুজাখুজির পর আমি বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। গ্রেফতারের বিষয়টি ও নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।
Leave a Reply