বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১৫টি ইউনিয়নের ৭ হাজার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান বীজ বিতরণ করেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার এনামুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, ইউনিয়ন শাহ শওকত আরেফিন সেলিম মোঃ এরশাদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply