চুনারুঘাট প্রতিনিধি ॥ সিলেট বিভাগীয় কমিশানর মোঃ মশিউর রহমান এনডিসি বলেছেন, মুজিববর্ষে সিলেটের কোথাও কোন গৃহহীন ও ভুমিহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গৃহহীন ও ভুমিহীনকে ঘর তৈরী করে দিচ্ছেন। পাশাপাশি সামাজিক নিরাপত্তার আওতায় তাদেরকে কর্মসংস্থানেরও ব্যবস্থা করছেন। তিনি গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গৃহহীন ও ভুমিহীনদের মধ্যে ঘরের চাবি বিতরণ, কৃষি উদ্যোক্তাদের ক্রেষ্ট ও ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন. দেশ আজ খাদ্যে স্বয়ংম্পর্ণ। কৃষিতে সরকার অভুতপুর্ব সক্ষমতা অর্জন করেছে। যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষকরা চাষাবাদ করছেন। উৎপাদনে তাদের ভুমিকার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ। তাদের কারণেই আমরা আজ খেয়ে পারছি। কৃষকরা উৎপাদন না করলে আপনার আমার টাকা কোন কাজে আসবে না। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, কৃষি বিভাগের জেলা উপ পরিচালক তমজি উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহকারি কমিশনার মিল্টন চন্দ্র পাল, পৌর মেয়র নাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ আলী আশরাফ, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র রায়। অনুষ্ঠানে সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ৪টি নৃৃত্বাত্বিক পরিবারে ৪টি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্পের মাধ্যমে ১০টিসহ ১৪টি গৃহহীন পরিবারে ১৪টি ঘরের ছাবি হস্তান্তর করা হয়। এছাড়া উপজেলায় কৃষিতে সাফল্য অর্জনে ২৫ জন সফল উদ্যোক্তা ক্রেস্ট এবং করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকার জন্য সেরা ১০জন ইউনিয়ন উদ্যোক্তাকে প্রনোদনা প্রদান করা হয়। পরে তিনি উপজেলার পানছড়ি আশ্রয়ন প্রকেল্প নতুন তৈরী ঘর পরিদর্শন করেন এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন।
Leave a Reply