চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রায় ১৫’শ কেজি চা পাতা আটক করেছে বিজিবি। গতকাল (২১ নভেম্বর) বিকেলে উপজেলার গাজিপুর ইউনিয়নের ডুলনা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২০ বস্তায় প্রায় ১৫শত কেজি চা পাতা আটক করে স্থানীয় গুইবিল বিজিবি। বিজিবির গুইবিল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মুজিবুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারেন ডুলনা গ্রামের ওই বাড়িতে ভারতীয় নিন্মমানের চা পাতা রয়েছে। পরে বাল্লা কোম্পানি কমান্ডার আয়ুব আলীকে নিয়ে তিনি সেখানে তল্লাসি করে চা পাতা গুলো আটক করেন। আটক চা পাতার মুল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা হবে। খবর পেয়ে বিজিবি’র হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের এডি নাসির উদ্দিন চৌধুরী এসে চা পাতা গুলো গুইবিল ক্যাম্পে নিয়ে যান। আটক চা পাতার বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বিজিবি।
Leave a Reply