বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে দুর্ভোগে পড়ছেন ভুক্তভোগী গ্রাহকরা। গত সপ্তাহখানেক ধরে হচ্ছে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং ও লো-ভোল্টেজের ভেলকিবাজি অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ জনগণ। উপজেলায় প্রতিদিন গড়ে ১৫/২০ বার বিদ্যুতের মাত্রাতিমাত্রায় লোডশেডিংয়ের পাশাপাশি লো-ভোল্টেজের কারণে গ্রাহকের বাসা-বাড়ি, করাতকল, রাইস মিল, সরকারি অফিসের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে যার ফলে বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত ফ্রিজ, টিভি, কম্পিউার, ফটোস্ট্যাট মেশিনসহ বিভিন্ন দামি দামি জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লো-ভোল্টেজের ফলে পুরো উপজেলা জুড়ে ইন্টারনেটের সেবাও মারাতœকভাবে বিঘিœত হচ্ছে। ব্যবাসয়ীরা জানান, প্রচন্ড গরম তার সাথে বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে তাদেরকে অস্থিরভাবে দিন পার করছেন। লো-ভোল্টেজের ফলে ফ্যান, এলইডি টিভি, কম্পিউটারের ক্ষতি সাধিত হচ্ছে। তবে বিদ্যুত ঠিকমতো পাওয়া গেলেও বিদ্যুতের বিল কিন্তু কমছেনা বলে জানিয়েছেন গ্রাহকরা। তারপরও রয়েছে ৩৩ কেভি লাইনের মেরামত করার অজুহাতে প্রতি সপ্তাহে বিদ্যুৎ বন্ধের মাইকিং। এই লো-ভোল্টেজের কারণে অনেকের বাসা-বাড়িতে পানির মটর কোনো কাজে আসছেনা। ঠিকমতো পানি না উঠার ফলে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। এই বিষয়ে বানিয়াচং পল্লীবিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইঞ্জিনিয়ার মামুন মোল্লা বলেন, কিছুটা সময় আমরা শ্রীমঙ্গল গ্রীডে যুক্ত ছিলাম । তাই এমনটা হইছে। পরবর্তীতে আবার এই উপজেলার লাইনটি শাহজিবাজার গ্রীডে যুক্ত করায় এখন আর লো-ভোল্টেজ হচ্ছেনা। আশা করি এমনটা আর হবেনা। তারপরও কোথাও যদি লো-ভোল্টেজ থেকে থাকে আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
Leave a Reply