নিজস্ব প্রতিনিধি ॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। গতকাল সোমবার সকাল ৬ টা থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও নানা অজুহাতে মহাসড়কে চলাচল করছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি না মেনে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। গতকাল সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে হাইওয়ে পুলিশ ৭ টি গাড়ি আটক করে। আটকৃত গাড়ি লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার জিল্লুর রহমান জানান, রবিবার বিকাল ৪ টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িটি সকাল ৫ টায় সিলেটে পৌছানোর কথা থাকলেও যানযটে পড়ার কারনে দেরী হয়েছে। মামুন পরিবহনের সুপার ভাইজার কামাল মিয়াকে অতিরিক্ত যাত্রীর বহনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, সবাইতো ঘরে ফিরতে চায়। কাউকে ফেলে আসাটা অমানবিক। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাইনুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় গাড়ি গুলা আটক করেছিলাম। পরে যাচাই বাচাই করে দেখা যায় সব গুলি গাড়িই রবিবার দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা। যানজটের কারনে গাড়ি গুলি সময় মত গন্তব্য পৌছাতে পারে নাই। তাই উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় আটককৃত গাড়ি গুলি ছেড়ে দেওয়া হয়েছে।
Leave a Reply