স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধা ৭টা হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। এসময় তিনি ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বলেন, আমি নির্বাচিত হলে পৌরসভাকে দূর্নীতিমুক্ত, রাজনীতিমুক্ত এবং আমার পরিবারমুক্ত রাখব। তিনি বলেন, আমি সবসময় এই শহরের মানুষের পাশে থেকেছি, যেকোন দূর্যোগে এগিয়ে এসেছি। বিশেষ করে করোনাকালে আমি জীবন বাজি রেখে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দিয়েছি। জনগণ যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাহলে আমি উন্নত সেবা দিব এই প্রতিশ্রুতি দিচ্ছি। ২১ দফা নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে মাস্টারপ্লান প্রণয়ন, জলাবদ্ধতা নিরসন, পুরাতন খোয়াই নদীকে নান্দনিক প্রকল্পে রূপ দেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা, খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশ, শিক্ষার উন্নয়ন ও বৃত্তি প্রদান, মশক নিধন, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবিদের কল্যাণ, সিসিটিভ ও ফ্রি ওয়াই ফাই জোনের ব্যবস্থা, পৌরকর ও পৌর সেবা থেকে জনগনকে হয়রানি মুক্ত রাখা, ট্রাক ও টার্মিনাল নির্মাণ এবং যানজট মুক্ত পৌরসভা গড়া, পর্যটন বান্ধব শহর গড়া, সাম্প্রদায়িক সম্প্রতি, ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা, শিশুপার্ক ও চিত্ত বিনোদনের ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ ও স্টিটলাইটের উন্নয়ন, খোয়াই নদীর দুটি ব্রীজ পাকা করণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা, বেকার যুবকদের পথ দেখানো, স্বাস্থ ব্যবস্থার উন্নয়ন করা। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্তসহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
Leave a Reply