চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা শাখার সভাপতি আব্দুল কাদির লস্করের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহামারি করোনাভাইরাসের ফলে স্থবির হয়ে পড়া উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জনগণের আস্থা রেখে যাতে পুনরায় কার্যক্রম চালু করা যায় সেদিকে লক্ষ্য রাখারত ব্যাপারে আলোচনা হয়। জনগণের সকল প্রকার বিধিনিষেধ মেনে চলাসহ সামগ্রিক বিষয়ে উপস্থিত সকলে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এফ এম সৈয়দ শাহজাহান, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানসহ প্রত্যেকটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানগণ।
Leave a Reply