লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ বাজারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে লুসিকান্ত হাজং। জানা যায়, উপজেলার বামৈ বাজারে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করার অপরাধে মায়ের দোয়া ট্রেডার্স নামক দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বুল্লাবাজার ও বামৈ বাজারে যানজট নিরসনের উপর অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তায় করেন এসআই সজীব দেবরায় এর নেতৃত্বে লাখাই থানা পুলিশ।
Leave a Reply