স্টাফ রিপোর্টার ॥ আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে লাখাই উপজেলা ও পুলিশ প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সোমবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ নির্দেশনা দিয়েছেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং। উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা এতে বক্তব্য রেখেছেন। সভায় এমপি আবু জাহির বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে লাখাই উপজেলার প্রার্থীরা ইতোমধ্যেই তৎপর হয়ে উঠেছেন। নির্বাচন মানেই প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এক প্রার্থীর সাথে যেন অন্য প্রার্থীর লোকজনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তিনি উপজেলা ও পুলিশ প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। এছাড়াও হাওরাঞ্চলে মাদক এবং জুয়াড়িতের উৎপাত যেন না বাড়ে সে ব্যাপারেও প্রশাসনকে যতœশীল থাকার আহবান জানানব তিনি।
Leave a Reply