বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ভয়-উৎকণ্ঠা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে করোনার টিকা গ্রহণ চলছে। যতই সময় পার হচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে। দিন দিন বাড়ছে মানুষের গ্রহণের আগ্রহ। এমন বাস্তবতায় গত ৯ দিনের তুলনায় আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দ্বিগুণ টিকা নিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। টিকাদানের ১০ম দিনে উপজেলায় ২৪৫ জন টিকা গ্রহণ করেছেন। সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ২টি বুথে চলে টিকাদান কর্মসূচি। গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাগ্রহণ করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এর স্ত্রী আফরোজা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেন, ডা. ইলিয়াস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, সহকারি শিক্ষক আব্দুল মোতালিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, ১নং ইউপি’র সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বানিয়াচং থানার ৮জন পুলিশ সদস্যসহ সরকারি বেসরকারি চাকরীজীবি ও বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা আক্তার বলেন, গত তিন দিনের তুলনায় আজ টিকা গ্রহণে ছিল মানুষের ভিড়। সেই সাথে মানুষের আগ্রহ বাড়ছে। সরকারনির্ধারিত বয়সের সকল শ্রেণিপেশার মানুষকে নিবন্ধন করে মহামারী ব্যাধি কোভিড-১৯ এর টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, বানিয়াচং উপজেলায় এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে ১৮৪০ জন এবং কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন ১ হাজার ৫৮ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে মোট ১ হাজার ১শ’ ৪৬ ভায়াল ভ্যাকসিন এসেছে।
Leave a Reply