স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সরঞ্জাম ক্রয়ে প্রায় ৮ কোটি টাকা লুটপাটকারী দূর্নীতিবাজ চক্রের শাস্তি ও ডাঃ আবু সুফিয়ানকে অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি প্রদান, আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা দুর করে প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল নিয়োগ, আলট্রাসনোগ্রাম ও ডিজিটাল এক্সরেসহ চিকিৎসা কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকট নিরসন, হাসপাতালকে দালাল মুক্ত করা, অকারণে রোগীদের অন্যত্র রেফার বন্ধ করা, স্টেডিয়াম ও খোয়াই নদীপাড়ের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ বিল নিয়ে নাগরিকদের দুর্ভোগ বন্ধ করাসহ ১০ দফা দাবিতে অদ্য সোমবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত হাসপাতাল রোডে উদীয়মান সূর্য সৌধের পাদদেশে অবস্থান কর্মসূচী পালিত হচ্ছে। এতে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হয়ে ১০ দফা দাবি আদায়ের আন্দোলনকে জোরদার
করার আহবান জানিয়েছেন সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযুষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল।
Leave a Reply