স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুরে ফজলুর রহমান চৌধুরী (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। খবর পেয়ে ব্যাকস সমিতির সভাপতি আলহাজ¦ শামসুল হুদা হাসপাতালে ওই ব্যবসায়ীকে দেখতে যান। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। আহত সূত্রে জানা যায়, কামড়াপুর এলাকার বাসিন্দা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছেন। গতকাল মঙ্গলবার সকালে দোকান খোলার আগে বারান্দা ঝাড়– দিচ্ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply