সানি চন্দ্র বিশ্বাস, লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের বীর মুক্তিযােদ্ধা আব্দুল হক (৬৫)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার তেঘরিয়া গ্রামে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা । এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযােদ্ধাবৃন্দ ,লাখাই থানা পুলিশের একটি চৌকসদল ।গত সোমবার রাত ১ টায় তিনি মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে ১পুত্র ২কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
Leave a Reply