স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও বাহুবলের বিভিন্ন স্থানে জমজমাট হয়ে উঠেছে জুয়ার আসর। এদের কর্মকা- দেখলে মনে হবে যেন, একেকটি মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে জুয়ার এ আড্ডা। সেখানে বিভিন্ন স্থান থেকে আসা উঠতি বয়সী যুবক থেকে শুরু করে মধ্যবয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। শুধু তাই নয়, ভয়ঙ্কর বিষয় হলো জুয়ার খড়াল গ্রাসে ডুবে বে-পথে যাচ্ছে স্কুল পড়ুয়া কিশোররাও। আবার জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন। বারবার প্রতিবাদ করেও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। উল্টো জুয়ারিদের হয়রাণীর শিকার হতে হচ্ছে তাদের। তবে প্রশাসন বলছে জুয়া ও মাদক নিরাময়ে নিয়মিত টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি জুয়ার স্পট থেকে দৈনিক/মাসোয়ারা নিচ্ছেন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমাজসেবক, মানবাধিকার কর্মীও। আইনশৃঙ্খলা বাহীনির কিছু অসাধু সদস্যরাও জুয়ারিদের কাছ থেকে মাসোয়ার নেন বলেও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি মোঃ আশরাফ আলী বলেন, জুয়াড়ি ও মাদকসেবীদের কোনো ছাড় নেই। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের অভিযান অব্যাহত থাকে। এ ছাড়া ডিবির নবাগত ওসি মোঃ আল আমিন বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমিসহ আমার টিম অভিযান চালাবে।
Leave a Reply