লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মুজিববর্ষের উপহার হিসেবে ভূমিহীনদের জমিসহ ঘর প্রদান অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে এ সময় লাখাই উপজেলার ৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি বরাদ্দের যাবতীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তরিত কাগজপত্রের মধ্যে জমির কবুলিয়াত, ঘরের চাবি অন্যতম। এসময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও আলেয়া বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা ও লাখাই থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় সাংবাদিক মহল।
Leave a Reply