মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ৪৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান, উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর ইসলাম দলিল হস্তান্তর করেন। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বরাদ্দকৃত বাকী ঘর নির্মাণ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।
Leave a Reply