স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে নবীগঞ্জ ও মাধবপুরে কোন আপত্তিকর পরিস্থিতি ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ পৌরসভায় বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী ছাবির আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মাত্র ১৬৭ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করে তিনি বিজয়ী হন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তিনি পৌর মেয়র নির্বাচিত হলেন। তবে ধানের শীষের প্রার্থী ছাবির আহমদ চৌধুরী বিজয়ী হলেও তাৎক্ষনিক নৌকা প্রার্থীর সমর্থকরা বিজয় উল্লাস করে শ্লোগান দেওয়া শুরু করেন। আর থেমে নেই ধানের শীষের প্রার্থীর সমর্থকরাও। বেসরকারি ফলাফল অনুযায়ী, প্রাথমিক ফলাফলে মোট ১০টি কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৫। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৮৫। ২৬০ ভোটের ব্যবধানে এগিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন ছাবির আহমদ চৌধুরী। অপরদিকে মাধবপুর পৌরসভা নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থী ও সরকার দলীয় মনোনীত প্রার্থীকে হারিয়ে ধানের র্শীষের প্রার্থী হাবিবুর রহমান মানিক ৮৭৫ ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির হাবিবুর রহমান মানিক ধানের র্শীষে ভোট পেয়েছেন ৫০৩১, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত নৌকা মার্কায় ভোট পেয়েছেন ৫৮১, স্বতন্ত্র প্রার্থী মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের মেয়র মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম (জগ) মার্কায় পেয়েছেন ৩১৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী পংকজ কুমার সাহা (নারকেল গাছ) মার্কায় ভোট পেয়েছেন ৪১৮৫টি ভোট। মাধবপুর পৌরসভার ৯টি কেন্দ্রে প্রশাসনের কঠোর নিরাপত্তায় শান্তির্র্পূভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে, ১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে ছিল। প্রথম বারের মতো এবার নির্বাচনে বিজয়ী হয়ে রেকর্ড করলেন বিএনপি’র প্রার্থী হাবিবুর রহমান।
Leave a Reply