মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের বনগাঁও গ্রাম থেকে একশ বোতল ফেনসিডিলসহ শামীম মিয়া (২২)ও আলী আকবর (৩০) নামক দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গোপন সূত্রের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে অভিযান চালিয়ে ফরহাদপুর গ্রামের রমজান আলী ওরফে জজ মিয়ার ছেলে শামীম মিয়া ও বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের রোশন আলীর ছেলে আকবর আলীকে ২টি ব্যাগে রাখা একশ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে উল্লেখিত এলাকায় মাদক ব্যাবসা করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে মঙ্গলবার মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply