সানি চন্দ্র বিশ্বাস, লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষদের মাঝে শীতের কম্বল ও পোশাক বিতরণ করেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ নাজিমুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাস, সাখাওয়াত হোসেন, ডিএইচ ইকরাম, জানু মিয়া, সাংবাদিক সানি চন্দ্র বিশ্বাস, জসীম উদ্দিন প্রমূখ। উল্লেখ্য, জেলা শাখার উদ্যোগে ৭০ টি কম্বল ও ৩০ টি পোশাক বিতরণ করা হয়। পথশিশু কল্যাণ ফাউন্ডেশন দেশব্যাপী স্কুল, কলেজের ছাত্রদের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে পরিচালিত একটি সামাজিক সংগঠন।
Leave a Reply