স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে এবার হচ্ছে না ঐতিহ্যবাহি মাছের মেলা। ফলে দুইশ’ বছরের ইতিহাসের ছন্দপতন হতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে এই মেলা না করার সিদ্ধান্ত দিয়ে জেলা প্রশাসন ও মেলা পরিচালনা কমিটি। প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলা দুই শতাধিক বছর ধরে চলে আসছে বলে জানান স্থানীয়রা। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বড় বড় মাছ। লক্ষাধিক লোকের সমাগম ঘটে এ মেলায়। মেলায় হবিগঞ্জের বিভিন্ন উপজেলাসহ মৌলবীবাজার, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নানা বয়সী লোকজন অংশ নেন। কিন্তু এ বছর মেলা অনুষ্ঠিত না হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে। তবে মেলা না হওয়ার সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছে।
Leave a Reply