অভিযান চলাকালে বিসিক শিল্পনগরী এলাকায় অবৈধ রেজিস্ট্রেশনবিহীন টমটম, মাস্ক পরিধান না করা, হেলমেট পরিধান না করা এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় ১৯ মামলায় ৭ হাজার ৫ শত টাকা জরিমানা ও মাধবপুর উপজেলার তিতাশ শিশু হাসপাতালকে ৫০ হাজার ও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
মোঃ নুর ইসলাম ॥ হবিগঞ্জ জেলার পৃথক স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাড়ে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার শহরের বিসিক শিল্পনগরী ও মাধবপুর উপজেলায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় হবিগঞ্জ শহরের বিসিক শিল্পনগরী এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ রেজিস্ট্রেশনবিহীন টমটম চালনা, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটোবাইকে আরোহণ, হেলমেট পরিধান না করা এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় ১৯ মামলায় ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কতিপয় ব্যক্তিদের তৎক্ষনাৎ মাস্ক ক্রয় করে পরিধানে উদ্ভুদ্ধ করা হয়। মোবাইল কোর্টসমূহ পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান, সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ও প্রতীক ম-ল। অপরদিকে মাধবপুর উপজেলার তিতাশ শিশু হাসপাতালে এক্স-রে রুমের দরজায় লেড শীট ব্যবহার না করা, যথাযথ কাগজপত্র আপডেট না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা, সেলাইয়ের কাজে একজনের ব্যবহৃত সুতা আরেকজনের সেলাইয়ের কাজে ব্যবহার করা ইত্যাদি অপরাধে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুযায়ী তিতাশ শিশু হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া “ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার” এর ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা সহ পৃথক ভ্রাম্যমান আদালতে মোট সাড়ে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাধবপুওে অভিযান পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মোঃ রেজা।
Leave a Reply