বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং বড়বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাত দেড়টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বানিয়াচং ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হৃদয় জানান, বানিয়াচং উপজেলার বড় বাজারের মধ্য বাজারে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। নিমেষেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুণের ভয়াবহতার কারণে হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই বাজারের অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোর মধ্যে রয়েছে, বেশ কয়েকটি মুদি মালের দোকান, ঔষুধের দোকান ও কাপড়ের দোকান। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
Leave a Reply