সানি চন্দ্র বিশ্বাস, লাখাই প্রতিনিধি ॥ সরকার কর্তৃক গৃহীত আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ভূমিহীন, গৃহহীন, দূর্দশাগ্রস্ত ও ছিন্নমূল পরিবারসমূহের আবাসনের ব্যবস্থা হচ্ছে। এরই ধারাবাহিকতায় লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ২৯ টি ভূমিহীন পরিবারের জন্য প্রায় ৩ একর কৃষি খাসজমি বন্দোবস্ত করে দেওয়া হয়। শর্তসাপেক্ষে প্রতিটি পরিবার (স্বামী-স্ত্রী যৌথ মালিকানা) ১০ শতাংশ ভূমির মালিকানা স্বত্ব লাভ করেন। লাখাই ইউনিয়নের রুহিতনসী মৌজার কৃষি খাসজমি ভূমিহীনদের বন্দোবস্ত করে দেওয়া হয় বসতভিটা স্থাপনের জন্য। ভূমিহীন বন্দোবস্তের সুবিধাভোগী সামাদ মিয়া জানান, সকলের যৌথ প্রচেষ্টায় চারদিকে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করেছেন। কিন্তু বর্ষার পানিতে বাঁধ ভেঙে মাটি সরে গিয়েছে।বর্ষার পানি চলে যাওয়ায় অনেকে আবার নিজ উদ্যোগে মাটি ভরাট করছেন। হানিফ মিয়া নামে একজন ভূমিহীন জানান, প্রায় ৫০ হাজার টাকা ঋন- কর্জ করে মাটি ভরাট ও গৃহ নির্মানের কাজ করছেন। কিন্তু শঙ্কায় আছেন বর্ষার পানিতে মাটি সরে যেতে পারে। বেড়িবাঁধ নির্মান হলে নির্বিঘেœ বসবাস করতে পারতেন। হাবিবুর রহমান নামে একজন জানান, সরকার ভূমিহীন হিসেবে আমাদের জমি দিয়েছেন বসবাসের জন্য। বসতভিটার মাটি ভরাট করতেই আমাদের ধার দেনা করতে হচ্ছে । বেড়িবাধঁ নির্মান না হলে আমরা কীভাবে বসবাস করব । আমাদের তো সেই সার্মথ্য নেই যে নিজেরা বাঁধ নির্মাণ করে বসবাস করবো। তাই ভূমিহীনদের সার্বিক দিক চিন্তা করে অতিদ্রুত বেড়িবাঁধ নির্মানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তিনিসহ সকলে।
Leave a Reply