স্বদেশবার্তা রিপোর্ট ॥ হবিগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের উর্ধ্বগতিতে দিশাহারা সাধারণ মানুষ। গত কয়েক দিনে মরিচ, আদা, আলোসহ অধিকাংশ পন্যের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। দুই মাসের ও অধিক সময় ধরে পেঁয়াজের মুল্য ২শ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সম্প্রতি বাজারে বেড়েছে তরি -তরকারির দাম। এতে খেটে খাওয়া মানুষ দিশাহারা হয়ে পড়েছে। এদিকে দীর্ঘদিনেও পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা ফিরে আসেনি। যার কারণে অনেকেই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছেন। এমতাবস্থায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খোলা বাজারে ৪৫ টাকা ধরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। রবিবার ( পহেলা ডিসেম্বর) দুপুর থেকে শহরের শায়েস্তানগর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্বাহী ম্যাজিষ্ট্রিটের উপস্থিততে পেঁয়াজ বিক্রিকালে নারী-পুরুষকে পেঁয়াজ ক্রয় করতে দেখা যায়। এ সময় ক্রেতাদের সামাল দিতে পুলিশকে বেশ হিমশিেেম পড়তে হয়।
Share on Facebook
Leave a Reply