মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুুতিকালে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাতে ছাতিয়াইন-পিয়াইম রোড থেকে ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পিয়াইম গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে সুহেল মিয়া (৩৫) ও একই গ্রামের রফিক মিয়ার ছেলে আল আমিন (৩০)।,ছতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কামরুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ছাতিয়াইন-পিয়াইম রোড এলাকার সাকুচাইল সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুহেল ও আল আমিনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
Share on Facebook
Leave a Reply