মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের মোহনপুর ১৯৯৬ পিলারের বাংলাদেশের অভ্যন্তরে ৬০০ গজ ভিতর থেকে ৭৪০ পিছ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আবু বক্করের নেতৃত্বে বিজিবির নিজস্ব গোয়েন্দা সুত্রে খবর পেয়ে শনিবার সকাল ১১ সময় ধর্মঘরের মোহনপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৭৪০ পিছ ভারতীয় ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ২২ হাজার টাকা। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশীদ ভারতীয় ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান বিজিবির অভিযানের টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
Share on Facebook
Leave a Reply