স্টাফ রিপোর্টার \ মুক্তিযোদ্ধাদের কন্ঠে ৭১’এর সেই ২৫ ও ২৬ মার্চ এবং ১৬ ডিসেম্বর সহ স্বাধীনতা পরবর্তী ১৫ আগস্টের স্মৃতিচারণ শিক্ষার্থীদের মাঝে যেন এক নতুন প্রানের সঞ্চার ঘটালো হবিগঞ্জ জেলা তথ্য অফিস। ওই প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে বুধবার দুপুরে জেলার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বিশাল সমাবেশ, প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরনী পর্বের আয়োজন করে সংশ্লিষ্ট অফিস। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ তালুকদার। সংশ্লিস্ট অফিসের উচ্চমান সহকারী হাবিবুর রহমানের সঞ্চালনা ও তথ্য অফিসার পবন চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ রবিউল ইসলাম, জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায় ও মুক্তিযোদ্ধা সফিকুর রহমান প্রমুখ। সমাবেশে মুক্তিযোদ্ধারা ৭১’যুদ্ধের পটভূমি, স্বাধীনতা পরবর্তী ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ওপর পরিচালিত নির্মম হত্যাযজ্ঞ নিয়ে আলোকপাত শুরু করলে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়ে এবং নিজেদেরকেও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজাকারমুক্ত বাংলাদেশ বির্ণিমানে তাদের অভিপ্রায় জানান দেন। এসময় মুক্তিযুদ্ধ নিয়ে জেলা তথ্য অফিস কর্তৃক কুইজ এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত প্রশ্নোত্তর পর্বের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই সহ আকষর্নীয় পুরস্কার বিতরন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশ জন্মের ইতিহাস শিক্ষার্থীরা জানার জন্য দৈনিক জনকন্ঠের মফস্বল ইনচার্জ মীর লিয়াকত আলীর প্রকাশনায় প্রকাশিত একই পত্রিকার সাবেক নিউজ এডিটর আবদুল হালিমের লেখা ‘বাংলাদেশের জন্মকথা’ বই গুলো প্রধান শিক্ষক হারুনুর রশীদ তালুকদারের হাতে তুলে দেন সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। এদিকে মুক্তিযুদ্ধের পক্ষে জাগরন সৃষ্টিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট স্কুল শিক্ষকদের নিয়েও এক আলোচনায় অংশ মুক্তিযোদ্ধা এডভোকেট পাঠান।
Share on Facebook
Leave a Reply